অনুপ্রবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে গুজব রটিয়ে বিজেপি যে নোংরা রাজনীতি করতে চেয়েছিল, তার আসল চেহারা বেরিয়ে পড়েছে বলে জানিয়ে দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এনআরসি-র চূড়ান্ত তালিকা নিয়ে বিজেপির সমালোচনা করে একথা বলেছেন তিনি। একইসঙ্গে অসম থেকে বিজেপিকে শিক্ষা নিতেও বললেন ওয়াইসি। নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। এর আগে খসড়া তালিকায় বাদ পড়েছিলেন ৪০ লাখেরও বেশি মানুষ। বিজেপি বরাবরই বলে আসছিল বিপুল সংখ্যক বাংলাদেশি এসে ঢুকেছে আসামে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায়। কিন্তু নাগরিকপঞ্জিতে দেখা যাচ্ছে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি অন্যান্য জায়গাতেও বিপুল সংখ্যক মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ নিয়ে ওয়াইসি বলেন, 'বিজেপির উচিত হিন্দু-মুসলিমের ভিত্তিতে দেশজুড়ে নাগরিকপঞ্জি তৈরির চেষ্টা বন্ধ করা। আসামে যা হয়েছে তা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। অনুপ্রবেশ নিয়ে যে গুজব বিজেপি ছড়াচ্ছিল তা এবার ফাঁস হয়ে গেল। অসমের অনেক নাগরিক আমাকে বলেছেন, তাদের বাবা-মার এনআরসিভূক্ত হয়েছে, কিন্তু সন্তানের নাম বাদ পড়েছে। '
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct