এদিন ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলেন কাশ্মীরের বিভিন্ন জেলার মোট ৫৭৫ জন যুবক।সরকারিভাবে তাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। সেনা সদস্য হওয়ার পর শ্রীনগরে প্যারেড করেন কাশ্মীরি যুবকরা। কাশ্মীরের যুবকদের সেনাবাহিনীতে যোগদানের বিষয়ে সেনাবাহিনীর লেফটেন্যন্ট জেনারেল অশ্বীনি কুমার বলেন, 'জীবনে যারা এগিয়ে যেতে চান, তাদের সঙ্গে রয়েছে ভারতীয় সেনাবাহিনী।' অন্তর্ভুক্ত সেনা সদস্যদের লাইট ইনফ্যান্টরিতে পোস্টিং দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।নতুন সেনা সদস্যদের মধ্যে অনেকেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারতের সেবা করতেই সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন তারা। উল্লেখ্য, কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে বিশেষ সুবিধা তুলে দিয়ে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর কাশ্মীরবাসী ক্ষোভে ফুঁসছে। ঠিক এই সময় এ ধরনের ঘটনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct