তীব্র উৎকণ্ঠার মধ্যেই অসমের চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশ করা হয়েছে। এই তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ।ঠাঁই পেয়েছেন প্রায় ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জন। এনআরসির পদ্ধতি নিয়ে ইতিমধ্যে তীব্র আপত্তি জানিয়েছেন দেশের বহু বিদ্যজ্বনরা। পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন খোদ রাজ্য বিজেপির বেশ কিছু নেতা-মন্ত্রীও।তাদের আশঙ্কা, বহু বাঙালি হিন্দুর নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। অনেক বিদেশি এই তালিকায় ঢুকে পড়তে পারেন। অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও এই এনআরসি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তার মতে, বৈধ নাগরিকদের চিহ্নিত করা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার ক্ষেত্রে এই তালিকা কতটা সহযোগী হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, 'বাংলাদেশ লাগোয়া জেলা দক্ষিণ সালমারা ও ধুবুরিতে তালিকা থেকে বাদ পড়ার হার সর্বনিম্ন। অথচ ভূমিপুত্র জেলায় প্রচুর মানুষের নাম বাদ পড়েছে। এটা কীভাবে সম্ভব? আমরা এই তালিকায় ভরসা রাখছি না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct