ওয়েবসাইট হ্যাক হতে শোনা গেলেও সোশাল মিডিয়া ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা শোনা যায় না। তাও আবার কিনা ট্যুইটারের প্রতিষ্ঠাতার। হ্যাঁ, একেবারেই সত্যি ঘটনা।
ট্যুইটারের অন্যতম প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসে’র অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে শুক্রবার রাতে। এরপর তাতে পোস্ট করা হয়েছে নানা বর্ণবাদী লেখা। এ নিয়ে ট্যুইটার কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এ ব্যাপারে স্কাই নিউজ জানিয়েছে, জ্যাক ডোরসে’র ফলওয়ারের সংখ্যা ৪২ লাখ। শুক্রবার রাতে তারা দেখতে পান তার পেজে আপত্তিকর সব পোস্ট। এর মধ্যে ট্যুইটার সদর দফতরে বোমা হামলার হুমকি সম্বলিত ভুয়া রিপোর্ট প্রকাশ করা হয়। হ্যাক করা ট্যুইটারে পোস্টে অ্যাডলফ হিটলারের পক্ষ অবলম্বন করা হয়। তবে ঘটনার ৩০ মিনিটের মধ্যে ট্যুইটার থেকে এসব ম্যাসেজ মুছে ফেলতে সক্ষম হয়েছে টুইটার কর্তৃপক্ষ। এ বিষয়ে ট্যুইটার এক বিবৃতিতে বলেছে, জ্যাকের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ বিষয়ে আমরা অবহিত এবং ঘটনা তদন্ত করা হচ্ছে। এতে আরো যোগ করা হয়, তার অ্যাকাউন্টটি এখন নিরাপদ। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল পড়ে গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct