আইফোন বা অ্যাপল কোম্পানির কোনো নিজস্ব স্টোর ভারতে ছিল না। কিন্তু ক্রমবর্ধমান চাহিদার জেরে তারা এবার নিজস্ব শোরুম খুলতে চলেছে। এতদিন ফ্লিপকার্ট, আমাজন থেকে অনলাইনে কেনার সুযোগ থাকতো। এছাড়া রিলায়েন্স কিছু স্টোরে অ্যাপল কোম্পানির সামগ্রী বিক্রি করত। তাতে এবার যোগ হচ্ছে অ্যাপলের নিজস্ব শোরুম। মার্কিন কোম্পানি তাদের প্রথম শোরুম খুলতে চলেছে মুম্বাইয়ে। এক বছরের মধ্যে তা চালু হবে। নিজস্ব অনলাইন ওয়েবসাইটের পাশাপাশি নিজস্ব স্টোরও চালু করবে অ্যাপল কর্তৃপক্ষ। কোম্পানির দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তিন থেকে পাঁচ মাসের মধ্যেই ভারতে অনলাইন অ্যাপল সাইট চালু হয়ে যাবে। মুম্বাইয়ে ১২ থেকে ১৮ মাসের মধ্যে নিজস্ব স্টোর করারও পরিকল্পনা রয়েছে তাদের।
মুম্বাইয়ে টেক জায়ান্ট অ্যাপল প্রথম স্টোর চালু করতে চলেছে। পরবর্তীতে বেঙ্গালুরু, কলকাতা, দিল্লিতে খোলা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct