ইন্টারনেট সুরক্ষার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা ক্যাসপারস্কি তাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যারের একটি নতুন ভার্সন বিনামূল্যে বিশ্বব্যাপী রিলিজ করতে যাচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডাসহ অনেক দেশে এটা ছাড়া হয়েছে। এছাড়া পৃথিবীর অন্যান্য দেশে দ্রুতই চালু হবে ক্যাসপারস্কির বিনামূল্যের সেবা। মঙ্গলবার এক ব্লগ পোস্টে ক্যাসপারস্কির প্রতিষ্ঠাতা ইউজিন ক্যাসপারস্কি এমনটিই জানিয়েছেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, লাইসেন্সকৃত (কিনে নেওয়া) সফটওয়্যারের সঙ্গে বিনামূল্যের সফটওয়্যারটির কিছু পার্থক্য রয়েছে। গ্রাহকরা অর্থ ব্যয় করে যেটা নেবেন, সেটা স্বাভাবিকভাবেই অনেক ভালো মানের সেবা দেবে। অন্যদিকে বিনামূল্যের সফটওয়্যারটি সব ধরনের নিরাপত্তা না দিলেও প্রাথমিক ধাপের নিরাপত্তা দেবে ভালোভাবেই।
বিনামূল্যের এই অ্যান্টিভাইরাস রিলিজ করতে ১৮ মাস ধরে কাজ করছে ক্যাসপারস্কি ল্যাব। প্রকল্পটির পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয় রাশিয়া, ইউক্রেন, চিনসহ বিভিন্ন অঞ্চলে। সেখানে ইতিবাচক ফল পাওয়ায় অবশেষে সবার জন্য রিলিজ করা হচ্ছে অ্যান্টিভাইরাসের নতুন ভার্সন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct