মুঘলসরাই স্টেশনের নাম পাল্টে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার বুঝিয়ে দিয়েছিল তারা মুসলিম নিশান সব খতম করে দেবে। কিন্তু ভাবা যায়নি তার রেশ গিয়ে পড়বে খেলার জগতে। কিন্তু বাস্তবে তা হচ্ছে। দিল্লির ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়ামের নাম বদল করছে দিল্লি ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে, এই স্টেডিয়ামের নতুন নাম হবে অরুণ জেটলি স্টেডিয়াম। আগামী ১২ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমেই প্রয়াত ভারতীয় অর্থমন্ত্রীর নামে বদলে যাবে কোটলার নাম।
দিল্লি ক্রিকেট বোর্ড আগেই ঠিক করেছিল ভারতের অধিনায়ক বিরাট কোহলির নামে কোটলায় একটি স্ট্যান্ড করা হবে। আগামী ১২ সেপ্টেম্বর সেই স্ট্যান্ড উদ্বোধন। এর মধ্যেই জীবনাবসান হয় জেটলির। তাই তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়া হয় স্টেডিয়ামের নাম বদলের। আইপিএল শুরুর আগে ফিরোজ শাহ কোটলাকে ঢেলে সাজাতে বড় ভূমিকা নিয়েছিলেন জেটলি। তাই তার প্রতি সম্মান জানাতে বিজেপি সরকার এই সিদ্ধান্ত নিল। তবে এখানেই শেষ নয়, এর পর এক একে বিভিন্ন রাজ্যে প্রসিদ্ধ মুসলিম স্থাপনার নাম পাল্টানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। নামপ্রকাশে অনিচ্ছুক রাজ্য বিজেপি কয়েকজন নেতা ঘনিষ্ঠ মহলে বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে শিয়ালদহ স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখার্জির নামে হবে। পাল্টানো হবে রাজ্যের কারিগরী বিশ্ববিদ্যালয়ের নাম। বর্তমানে এই বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদের নামে আছে। তাই বিজেপি ক্ষমতায় এলে প্রথম আজাদের নাম উঠিয়ে দিয়ে শ্যামাপ্রাসাদের নামে জারতে চায়। কিন্তু মুসলিম ভোটের আশায় এখনো রয়েছে বিজেপি। তাই আগেভাগে তাদের মনের কথা বলে মুসলিমদের বিরাগ ভাজন হতে চায় না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct