শহরে ট্রাফিক জ্যাম এড়াতে আমরা কমবেশি মাটির নীচ থেকে যাওয়া মেট্রো রেলের ওপর নিভর করি। এবার কলকাতার ট্রাফিক জ্যাম থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে ডুবো মেট্রো টানেল তৈরি প্রায় হয়ে গিয়েছে। এর ফলে কলকাতায় যাত্রীরা শিগগিরই জলের নিচে ট্রেনে ভ্রমণ করতে পারবেন। এবং সহজে তারা কলকাতা থেকে হাওড়া পৌঁছে যেতে পারবেন। প্রকল্পটির কাজ শেষ হলে ডুবো ট্রেন ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া ও মহাকরণ রেলওয়ে স্টেশনের মধ্যে সংযোগ ঘটাবে। এখন এর কাজ প্রায় শেষ পর্যায়ে। নদীগর্ভের ৩০ মিটার নিচে ৫২০ মিটারের যমজ টানেল তৈরি করা হয়েছে। এই পথ দিয়ে হাওড়া থেকে মহাকরণ মেট্রো স্টেশনে যেতে যাত্রীদের লাগবে প্রায় এক মিনিট। ট্রেনটি টানেল দিয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে চলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct