ফোনের মাধ্যমে আমাদের অনেক প্রয়োজনীয়তা মিটেছে। বিশেষ করে এই ডিভাইসটির সাহায্যে খুব দ্রুত দূরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারি। এতে শুধু মেইল বা মেসেজ নয়, ভিডিও কলের মাধ্যমে ফোনের ওপারে থাকা মানুষটিকে দেখতেও পারছি। তবে প্রত্যেকটা আবিষ্কারের যেমন সুবিধা রয়েছে, তেমন রয়েছে অসুবিধাও। আপনি যখন কোনো ফোন ব্যবহার করবেন তখন আপনার নাম্বারটি সকলের কাছে পরিচিত হবে এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা হল, একটি ফোন থাকা মানে সেখানে পরিচিত-অপরিচিত মানুষের কল আসা। আপনারও সেটি আসবে। এর মাধ্যমে ফোনে অপরিচিত নম্বর এসে হয়রানির শিকারও হবেন আপনি। একটি ফোনে এমন এমন নাম্বার থেকে কল আসবে, আপনি বুঝেও উঠতে পারবেন না, কে সে? এই সময় আপনি কী করবেন? ঘাবড়ানোর কোন কারণ নেই। কারণ আধুনিক প্রযুক্তির যুগে আপনি কিছু পদ্ধতি অবলম্বন করলে খুব সহজেই অপরিচিত ব্যক্তির পরিচয় জানতে পারবেন। মোবাইলে বিরক্তকারীকে সনাক্ত করবেন কিভাবে? অনেকেই এই নিয়ম জানেন আবার অনেকেই জানেন না। খুব সহজে একজন অপরিচিত মানুষকে চিনতে পারবেন। অপরিচিত মানুষটিকে চিনতে হলে আপনার দরকার হবে একটি স্মার্ট ফোন আর তার মোবাইল নম্বর আর কিছু অ্যাপ্লিকেশন। তাহলে খুব সহজেই আপনি বের করতে পারবেন সে মানুষটিকে।
প্রথমে এই কাজের জন্য আপনাকে যেতে হবে গুগল প্লে-স্টোরে। সেখানে রয়েছে কিছু মোবাইল ট্র্যাকিং অ্যাপস। এছাড়াও রয়েছে কিছু ওয়েবসাইট। এই অ্যাপ এবং সাইটগুলো মোবাইল নাম্বারটি ট্র্যাক করে, সেটি কার নাম্বার খুব সহজেই জানিয়ে দিতে পারে। যেগুলির মধ্যে প্রথম সারিতে থাকবে (ট্রু কলার)। এছাড়া আছে (হুসকল)। (ফাইন্ড এন্ড ট্রেস) এটি কোন অ্যাপ নয় এটি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট যে কোন নাম্বারের তথ্য বের করে দিতে পারে খুব সহজেই। শুধুমাত্র নাম্বার নয়, অজানা গাড়ির নাম্বার, অজানা ল্যান্ডলাইনের নাম্বার, অজানা পিনকোড, এসটিডি, আইএসডি কোডসহ ইত্যাদি খুঁজে বের করতে পারে এটি অনায়াসে। তার পর (মোবাইল নম্বর লোকেটর) এটি একটি ট্র্যাকিং অ্যাপ। এর জনপ্রিয়তাও খুব বেশী। এই অ্যাপের সাহায্যে অচেনা নম্বর থেকে ফোনদাতার রেজিস্টার্ড নাম জানা যায় খুব সহজেই। অ্যাপটির অন্যতম সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট কানেকশন ছাড়াই পরিচালনা করা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct