ফের বহুতল ভেঙে মৃত্যুর ঘটনা ঘটল। আর তাতে মৃত্যু হল দুজনের। তবে ঘটনাটি শহর কলকাতার নয় মহারাষ্ট্রের। শুক্রবার মাঝরাতে মুম্বাইয়ের কাছে ভিওয়ান্দির শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। ফাটল দেখা দেওয়ার পর ভবনটিকে সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।
জানা গেছে, চারতলা ভবন ভেঙে দুইজন মারা গেছেন। আরও বেশ কয়েকজন ওই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার আশঙ্কা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভবনে ফাটল দেখার পর শুক্রবার রাতেই ২২টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে কিছু লোক তাদের জিনিসপত্র সংগ্রহের জন্য ভবনের ভেতর ঢুকেছিল।
আধিকারিকরা জানিয়েছেন, বহুতলের ধ্বংসস্তূপটির নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে আট বছর আগে নির্মিত ভবনটির কংক্রিটের ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়া জীবিত ব্যক্তিদের সন্ধান করছেন।
দুর্ঘটনার পরে ভিওয়ান্দির-নিজামপুর কর্পোরেশনের কমিশনার অশোক রংকম্ব সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, আমরা পুরো বহুতলটিই আগে খালি করে দিয়েছিলাম। তবে কিছু লোক বিনা অনুমতিতে ওই বহুতলের মধ্যে প্রবেশ করে।
উল্লেখ্য, এর আগেও মুম্বাই শহরে বহুতল ভেঙে মৃত্যুর ঘটনা ঘটেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct