ফের আরো সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান। গত ২১ আগস্ট উত্তরপ্রদেশের আগ্রা শহরে আরএসএসের কুটুম্ব প্রভোদান যে যুব দম্পতি সম্মেলনের আয়োজন করেছিল তাতে প্রধান বক্তা ছিলেন আরএসএস সংঘপ্রচারক মোহন ভাগবত। হিন্দু যুবকদের উদ্দেশ্যে বলেন, হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে। তাই হিন্দু দম্পতিদের উচিত বেশি করে বাচ্চা নেওয়া। বেশি সন্তানের জন্ম দেওয়া। ভাগবত প্রশ তোলেন, দেশে কি এমন আইন আছে যে হিন্দুদের বেশি সন্তান নেওয়া যাবে না? তাই হিন্দু জনসংখ্যা কমতে থাকে তিনি হিন্দু তরুণ দম্পতিদের বেশি সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানান। সামাজিক অবস্থানের পরিবর্তনের জন্য অধিক সন্তান নেওয়ার প্রবণতা হিন্দুদের মধ্যে থাকা দরকার বলে মনে করেন।
উল্লেখ্য, ২০১১ জনগণনা অনুযায়ী গত একদশকে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা কমার হার ৩.১৬ শতাংশ। অন্যদিকে গত একদশকে মুসলিমদের জনসংখ্যার হার কমেছে ৪.৯২ শতাংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct