আমাজনের জঙ্গলে আগুন লাগার খবর জানাজানি হয়ে গেছে বিশ্ব জুড়ে। এই আমাজনের বন ‘পৃথিবীর ফুসফুস’ বলে খ্যাত। তাতেই আগুন লাগে। ভয়াবহ সেই আগুন কিভাবে নেভানো যায় তা নিয়ে চিন্তা যখন চরমে তখন আগুন নিয়ন্ত্রণে আনতে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো সেনাবাহিনী পাঠানোর নির্দেশ দিলেন।
আমাজনের জঙ্গলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ব্রাজিলের সশস্ত্র বাহিনী মোতায়েন করতে অনুমোদন মিলেছে ব্রাজিলের প্রেসিডেন্টের তরফ থেকে।
এর আগে ফ্রান্স ও আয়ারল্যান্ড হুমকি দিয়েছিল, আমাজন বনের আগুন নিয়ন্ত্রণে ব্রাজিল যথাযথ পদক্ষেপ না নিলে, দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি বন্ধ করে দেবে তারা।
অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জলবায়ু পরিবর্তনের বিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো তার অবস্থান নিয়ে মিথ্যা বলেছেন বলেআব্বিজগ তুলেছেন। ফ্রান্সের প্রেসিডেন্টের মতে, আমাজনে আগুন লাগার ব্যাপারটি একটি আন্তর্জাতিক সমস্যা। যদিও ওই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘কৃষকেরা অবৈধভাবে আগুন দিতে পারে। কিন্তু এটি নিয়ে বহির্বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর নাক গলানোর প্রয়োজন নেই।’
পরিবেশবাদী দলগুলো দাবি করছে, আমাজন বনে যে আগুন লেগেছে তা ব্রাজিলের প্রেসিডেন্টের নীতির কারণে হয়েছে। কিন্তু তিনি তা স্বীকার করতে চাচ্ছেন না। শুক্রবার পরিবেশবাদীরা ব্রাজিলে বিক্ষোভ করেছেন। তারা আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। বিশ্বের বিভিন্ন দেশে ব্রাজিলের দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়েছে।
ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স (ইনপে) জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত আমাজনের ব্রাজিল অংশে ৭২ হাজার ৮৪৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই বছরের প্রথম আট মাসে আগের বছরের তুলনায় ৮৫ শতাংশ বেশি অগ্নিকাণ্ড হয়েছে। স্বভাবতই উদ্বিগ্ন পরিবেশবিদরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct