পাক জঙ্গি হানা রুখতে যখন কড়া নজর রাখা হচ্ছে, তখন হুমকি ইমেইল এল ভারতীয় ক্রিকেট দলের কাছে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা ভারতীয় দলকে হত্যার হুমকি সম্বলিত একটি ইমেইল আসে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ই-মেইলে ভারতীয় ক্রিকেট দলকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর নড়ে চড়ে বসে বিসিসিআই। তাদের অভিযোগ পেয়ে সক্রিয় হয় মহারাষ্ট্র পুলিশের এন্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস)। অসম পুলিশের সহায়তায় এটিএস অসম থেকে ব্রজমোহন দাস নামে এক ব্যক্তিকে মঙ্গলবার গ্রেফতার করে।
এ ব্যাপারে দ্য পাইওনিয়ার পত্রিকা জানিয়েছে, ভারতীয় ক্রিকেট দলক হত্যা করা উল্লেখ করে গত ১৬ আগস্ট বিসিসিআইকে মেইল করেন ব্রজমোহন দাস। গ্রেফতারকৃত ব্যক্তি যে আইপি ঠিকানা থেকে ইমেইল করেছিলেন এটিএস কর্মকর্তারা সেটি চিহ্নিত করেছেন। তদন্তে দেখা যায়, ব্রজমোহন একই অপরাধ বারবার করেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডকে হুমকি দিয়ে এমন ধরনের ইমেইল পাঠিয়েছেন। তবে ব্রজমোহন অসমের জঙ্গি সংগঠন আলফা কিংবা অন্য কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তা এখনো জানা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct