একের পর এক বাধা এসে পড়ছে প্রখ্যাত ইসলামী বক্তা ও ধর্ম প্রচারক ডা. জাকির নায়েকের উপর। মালয়েশিয়ায় সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জাতীয়তাবাদ নিয়ে মন্তব্য করেছিলেন জাকির নায়েক। বলেছিলেন, মাহাথির মুহাম্মাদের থেকে তাদের বেশি ভক্তি নরেন্দ্র মোদির উপর। তাতে বিতর্ক সৃষ্টি হয়। নিষেধাজ্ঞা জারি হয় জাকির নায়েকের উপর। প্রথমে একটি প্রদেশে তার বক্তৃতা বাঁধ করা হয়। তারপর সমগ্র মালয়েশিয়ায় জাকিরের বক্তব্যে নিষেধাজ্ঞা জারি হয়। এবার আর এক ধাপ এগিয়ে সোশ্যাল মিডিয়াব্যভারে নিষেধাজ্ঞা জারি হল জাকির নায়েকের উপর।
সোশ্যাল মিডিয়ায় জাকির নায়েককে নিষিদ্ধের ঘোষণা দিয়ে মালয়েশিয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল আবদুল হামিদ বদর বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তার পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ নিয়ে পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশ ইস্যু করা হয়েছে। এই ইস্যু অনুযায়ী মালয়েশিয়ার প্রতিটি প্রদেশের পুলিশ প্রধানরা দায়ী থাকবেন যদি তার এলাকায় জাকির নায়েক কোনো বক্তব্য প্রদান করেন। আবদুল হামিদ আরো বলেন, কেলানতানে জাকির নায়েকের ওই বক্তব্য মালয়েশিয়ার মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং পুলিশ এ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, জাকির নায়েকের বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক অভিযোগ পাওয়া গেছে। তার ভিত্তিতে আরো সাবধানী পদক্ষেপ নিল মালয়েশিয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct