অাল জাজিরা চ্যানেলের সম্প্রচার ইসরাইলে বন্ধ করতেচান সে সেদেশের প্রধানমন্ত্রী৷ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ইসরাইলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সম্প্রচার বন্ধ করতে চান। জেরুজালেমের উত্তেজনা নিয়ে স্পর্শকাতরা সংবাদ প্রকাশ করছে এমন অভিযোগ এনে বুধবার তিনি এ মন্তব্য করেন।
এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আল-জাজিরা টেম্পল মাউন্টকে ঘিরে সহিংসতা ছড়াচ্ছে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ কয়েকবার এই চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছি। কিন্তু আইনী জটিলতায় এটা স্মভব হচ্ছে না।’
এর আগেও আল-জাজিরার বিরুদ্ধে পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ এনেছিলো ইসরায়েল। তবে আল-জাজিরা থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
চলতি সপ্তাহে আল-আকসা মসজিদের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসায় ইসরায়েল। এছাড়া জুমার নামাজে ৫০ বছরের কম বয়সীদের মসজিদে প্রবেশে বাধা দেয় তারা। ইসরায়েলের এমন পদক্ষেপের প্রতিবাদে ফুঁসে ওঠে ফিলিস্তিনিরা। রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পশ্চিম তীর পর্যন্ত।
এদিকে মধ্যপ্রাচ্য কূটনৈতিক সংকটেও কাতারকে আল-জাজিরা বন্ধের দাবি জানিয়েছিলো সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। সৌদি জোটের সঙ্গে সম্পোর্কন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন নেতানিয়াহু। এর আগেও সংবাদমাধ্যমের উপর ঢালাও অভিযোগ করেছিলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct