মার্কিন প্রেসিডেন্টের পর এবার ফ্রান্সের প্রেসিডেন্ট কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে চায়। পাকিস্তানের সঙ্গে ভারতের যে স্নায়ু যুদ্ধ শুরু হয়ে তাতে যেন আর উত্তেজনা না বাড়ে সেজন্য ফ্রান্সের প্রেসিডেন্ট উদ্যোগী হতে চান । মঙ্গলবার ফ্রান্সের এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপি’কে জানিয়েছেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কাশ্মীর নিয়ে উত্তেজনা প্রশমনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করবেন। এ সপ্তাহে প্যারিসে এ দুই নেতার সাক্ষাকের সময় এ বিষয়ে আলোচনা হতে পারে বলে তিনি জানান।
এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার মোদিকে টেলিফোন করে কাশ্মীরের উত্তেজনা নিয়ন্ত্রণ করা কথা বলেছেন। তিনি বলেন, বিষয়টি ভারত ও পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তারা সংলাপের মাধ্যমে তাদের মধ্যে থাকা সমস্যা মিটিয়ে ফেলতে পারে।
উল্লেখ্য, ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের প্রাক্কালে বৃহস্পতিবার প্যারিসের উপকণ্ঠে চাতিয়াউ চানতিলিতে ম্যাক্রোঁ ও মোদির এক ওয়ার্কিং নৈশ ভোজসভায় বসার কথা রয়েছে। সপ্তাহান্তের এ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সময় কাশ্মীর নিয়ে মোদির সঙ্গে কথা বলতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct