লোকসভা নির্বাচনের পর যেভাবে বিজেপিতে যাওয়ার স্রোত বইছিল তা এখন অনেকটাই স্তিমিত। বিজেপির সেই স্রোত থামিয়ে তৃণমূল এখন পুরানো জমি উদ্ধারে লেগে পড়েছে। চেষ্টা করছে কিভাবে তাদের পার্টি অফিস দখল করে নেওয়া ফেরানো যায়।এর আগেটরিনামূল যখন ক্ষমতায় আসে তখন সিপিএমের অফিস তৃণমূলের আসার হিড়িক ছিল। সেই প্রবণতা বিজেপির মধ্যে চলেআসায় অস্বস্তিতেছিল তৃণমূল। এবার হারানো জমি ফেরাতে জির চেষ্টা চলছে তৃণমূলের।
এক সময়ের বামেদের খাসতালুক পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপির দাপাদাপি প্রবল। তার জেরে তারাদখল করে নিয়েছিল ছ ছটি তৃণমূলের পার্টি অফিস। সেই অফিস উদ্ধার করলেন জেলা তৃণমূলের নেতারা। নারায়ণগড় ব্লকের বেনাডিহা, তেতুলিয়া,বড়জোড়া, গোয়ালতোড় থানার বগড়িডিহি, দোলবাগান, শুনিয়াকোনের দলীয় অফিস পুনর্দখল নিল তৃণমূল। এর নেতৃত্বে ছিলেন তৃণমূলের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, বিধায়ক আশীষ চক্রবর্তী ও জেলা তৃণমূলের যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী। বিজেপির দখলে থাকা ছটি পার্টি অফিসের তালা ভেঙে পুনর্দখল করে সেখানে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct