কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে ফের ইচ্ছা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বলেন হোয়াইট হাউসে সে কথা ব্যক্ত করেন। তিনি এ ব্যাপারে বলেন, কাশ্মীর নিয়ে পরিস্থিতি শান্ত করার যে প্রচেষ্টা করতে পেরেছেন দুই দেশকে তাতে তিনি খুশি। শুধুতাই নয় তিনি এই শান্ত করার কাজে সাহায্য করবেন বলেও জানান।
এনডিটিভি ট্রাম্পের বক্তব্য তুলে ধরে বলেছে, কাশ্মীর নিয়ে আবারো মধ্যস্থতা করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদি ও ইমরান খানের সঙ্গে ফোনা কথা বলার একদিন পর মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বান।
এছাড়া ভারত পাক সম্পর্ক কেন ভাল হয় না তা নিয়ে মত প্রকাশ করেছেন ট্রাম্প। এ নিয়ে ট্রাম্প বলেন, পাকিস্তানের মধ্যে ভাল সম্পর্ক তৈরি না হওয়ার জন্য দায়ী হল ধর্ম। তার মতে কাশ্মীর একটি খুবই জটিল জায়গা। হিন্দুও রয়েছে এবং মুসলিমও রয়েছে। তাই তিনি বলতে পারেন না যে তারা একসঙ্গে ভালভাবে দিন কাটাচ্ছেন।
যদিও মধ্যস্থতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে আমি যতটা পারব করব। যদিও খুবই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধরা তুলে নেওয়ায় বিতর্ক শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct