১১ দিন এগিয়ে নিয়ে আসা হোলো মুর্শিদাবাদের ঐতিহাসিক বেরা উৎসব। এবছর বেরা হবে ২২ শে অগাস্ট। রীতি অনুযায়ী ভাদ্রের শেষ বৃহস্পতিবার বেরা উৎসব হয়, এবছর ঐ সময় মহরম মাস পড়েছে। যা শোকের মাস হিসেবে ইসলামি সংস্কৃতিতে চিহ্নিত। গত বছর ও মহরমের জন্যে এগিয়েছিলো বেরা। ১৭০৩ সালে বাংলার নবাবদের পৃষ্ঠপোষকতায় বেরা ভাসানের সূচনা হয়েছিলো ঢাকায়। পরে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হলে এখানেও এই রেওয়াজ চালু ছিলো। নবাব মুর্শিদ কুলি খাঁ মারা যাবার পর বন্ধ হয়ে যায়। ১৮৩৮ সালে বাংলার নবাব ফেরাদুন জাঁ পুনরায় শুরু করেন।বর্তমানে মুর্শিদাবাদ এস্টেট ও রাজ্যের আইন বিভাগের তত্বাবধানে বেরা ভাসান উৎসব আয়োজিত হয়।