ফের কান্দাহার প্রদেশের এক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তালিবানরা। হামলায় ২৬ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। বুধবার অাফগান প্রতিরক্ষামন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে। তবে তালিবানের পক্ষ থেকে ৭০ জনকে হত্যার দাবি করা হয়েছে৷
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরিকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে তালিবান জঙ্গিরা কান্দাহার প্রদেশের কারজালি এলাকায় অবস্থিত সেনা ঘাঁটিতে হামলা চালায়। মুখপাত্র জেনারেল দৌলত ওয়াজিরি বলেন, ‘জঙ্গিরা মঙ্গলবার রাতে কান্দাহার প্রদেশের খাকরেজ জেলার কারজালিতে একটি সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছে। আফগান সেনারা সাহসিকতার সঙ্গে জঙ্গিদের মোকাবেলা করেছে। তারা ৮০ জনের বেশি জঙ্গিকে হত্যা করেছে।’ দৌলত ওয়াজিরি একইসঙ্গে ২১ জন নিখোঁজ এবং ৭ জনের অপহরণের তথ্য জানিয়েছেন।
এদিকে তালিবানের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে দাবি করা হয়েছে, তারা ৭০ জন সেনাকে হত্যার পাশাপাশি বেশকিছু সামরিক সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার দাবি করেছে।
মে মাসের শেষ সপ্তাহে কান্দাহারের সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় অন্তত ১৫ সেনা নিহত হন। আহত হন আরও অন্তত ৫ জন। ফরাসি বার্তা সংস্থা এএফপি তালিবানের পক্ষ থেকে এরইমধ্যে হামলার দায় স্বীকারের খবর জানায়। ২০১৬ সালের মে মাসে মার্কিন ড্রোন হামলায় তালিবান প্রধান মোল্লাহ আখতার মোহাম্মদ মনসুর নিহত হলে আফগান তালিবানের দায়িত্ব নেন হাইবাতুল্লাহ। এরপর থেকেই আফগানিস্তানে তালিবান হামলার সংখ্যা বাড়তে শুরু করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct