তালিবানরা ফের আফগানিস্তানের ক্ষমতায় আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটে সেই ইঙ্গিত পাওয়া গেল। শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠক ছিল তালিবান প্রতিনিধিদের। তারপর ট্রাম্পের ট্যুইট তালিবান জমানা ফেরাকে উস্কে দিয়েছে। ট্যুইটে প্রেসিডেন্ট ট্রাম্প ‘আফগান প্রশ্নে এইমাত্র একটি বৈঠক শেষ করলাম। ১৯ বছর দীর্ঘ এই যুদ্ধে জড়িত সব পক্ষ একটি চুক্তি করতে আগ্রহী, যদি তা সম্ভব হয়।’
তালেবানদের সঙ্গে সম্ভাব্য চুক্তির ব্যাপারে কত দূর অগ্রগতি হয়েছে, সে প্রশ্নে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে ট্রাম্প এই টুইট পাঠান। অধিকাংশ পর্যবেক্ষক মনে করেন, আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ব্যাপারে তিনি উদগ্রীব, তবে বাস্তব পরিস্থিতির কারণে কত দ্রুত সে লক্ষ্য অর্জন সম্ভব, সে প্রশ্নে সন্দেহ রয়েছে।
শুক্রবারের বৈঠক শেষে হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি হোগান গিডলি জানিয়েছেন, আলোচনার মূল বিষয় ছিল সৈন্য প্রত্যাহার প্রশ্নে তালেবানদের সঙ্গে প্রস্তাবিত চুক্তি। এই চুক্তি অনুসারে প্রথম পর্যায়ে সে দেশ থেকে পাঁচ হাজার মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে। অবশিষ্ট নয় হাজার সৈন্য ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে। এর বদলে তালেবানরা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ও তালেবাননিয়ন্ত্রিত এলাকায় তাদের প্রশিক্ষণ বা অন্য কোনো সামরিক তৎপরতা সমর্থন করবে না। এই চুক্তির শর্তানুযায়ী তালেবানরা বর্তমান আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গেও শান্তি আলোচনায় বসবে। চূড়ান্ত শান্তিচুক্তি এই পক্ষের মধ্যেই সম্পাদিত হবে। গিডলির কথায়, খুব ভালো বৈঠক হয়েছে।
এ নিয়ে ট্রাম্প নিজেই জানিয়েছেন, আফগানিস্তানে তালেবানদের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct