যদি ভারত-পাক যুদ্ধ বাঁধে তাহলে কাশ্মীরকে সাহায্য করবে বাংলাদেশ! তেমন ইঙ্গিত সেখানকার মৌলবাদী রাজনৈতিক সংগঠনের।
বর্তমান পরিস্থিতির নিরিখে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধলেধলে বাংলাদেশের জনগণ কাশ্মীরের পক্ষে থাকবে এবং তাদের সব ধরণের সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা। এ খবর বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আরো প্রকাশিত হয়েছে, সর্বদলীয় কাশ্মীর সংহতি ফোরামের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী এ হুশিয়ারি দেন। বায়তুল মোকাররম উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ভারতের সংবিধান থেকে বাতিলকৃত ৩৭০ ধারা পুনর্বহালের দাবি জানান। অথবা কাশ্মীরকে স্বাধীন করে দেওয়ার দাবী তোলেন। জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, '১৯৭১ সালে যে কারণে ভারত বাংলাদেশের পক্ষ নিয়ে এ দেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিলেন। আমরাও সে কারণে কাশ্মীরের পক্ষ নিয়ে তাদের সহযোগিতা করতে চাই।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct