জঙ্গি হামলা থেকে কিছুতেই রেহাই পাচ্ছে না আফগানিস্তান। এবার আর সরকারি ভবন নয়, নিশানা হল বিয়ে বাড়ি। আর তাতে মারা গেল কমপক্ষে ৬৩জন। তবে আক্রমণের শিকার শিয়া সম্প্রদায়ের মানুষজন। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের রাজধানী কাবুলে।
প্রত্যক্ষদর্শীরা ব্রিটিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, শিয়া সম্প্রদায়েরএকটি বিয়ের অনুষ্ঠানের সময় আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। শিয়া মুসলিম জনবহুল এলাকায় স্থানীয় সময় রাত ১১টার দিকে বিস্ফোরণটি ঘটে। তাতে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এছাড়া এতে আহত হয়েছে আরো ১৮০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও এখন পর্যন্ত কোনও গোষ্ঠীই এ হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে তালিবানের এক নেতার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct