জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি জাভেদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তার আটক সম্পর্কে স্বচ্ছতা দাবি করেছেন। এই চিঠিতে তিনি নিজের মা ও শত শত রাজনৈতিক আটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জানিয়েছেন, গত ৫ অগাস্ট থেকে তাদের আটক রাখা হয়েছে। যদিও ইলতিজার অভিযোগ, তাকে হুমকি দেওয়া হয়েছে, তিনি যদি ফের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তাহলে অবস্থা খারাপ হবে। তাঁর প্রশ্ন, কাশ্মীরিদের হয়ে কথা বললে আমাকে কেন শাস্তির মুখে পড়তে হবে? যে যন্ত্রণা, কষ্ট এবং অসম্মানের মুখে আমরা পড়েছি, তার কথা বলা কি অপরাধ? আমাদের কষ্টের বর্ণনা দিলে কি আটক হতে হবে? এ বিষয়ে তিনি লেখেন, ‘সারা দেশ যখন স্বাধীনতা দিবস পালন করছে৷ কিন্তু কাশ্মীরিদের অবস্থা খাঁচায় বন্দি জন্তুর মতো। তাদের মানবাধিকারও লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়তই৷ আমাদের কাউকে কারা সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না৷ বাড়ির বাইরেও বেরোতে পারছি না৷ আমাকে এভাবে আটকে রাখার মানে কী? আমি কি অপরাধী? নিরাপত্তারক্ষীদের থেকে জানতে পারলাম সংবাদমাধ্যমে মুখ খুলেছিলাম বলেই আমার এমন পরিণতি৷ আমি নিজের প্রাণহানির ভয় পাচ্ছি৷ কাশ্মীরিদের জীবন নিয়েও ভয় লাগছে আমার৷’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct