সেনার নির্যাতনের মুখে পড়ে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের শেষ পর্যন্ত ফিরিয়ে নিচ্ছে মায়ানমার সরকার। জানা গিয়েছে, আগামী ২২ আগস্ট প্রাথমিকভাবে তিন হাজার ৫৪০ জন রোহিঙ্গা নাগরিককে ফিরিয়ে নেবে মায়ানমার সরকার। বাংলাদেশের পাঠানো ২২ হাজারের বেশি রোহিঙ্গার তালিকা থেকে মায়ানমার তিন হাজার ৫৪০ জনকে ফিরিয়ে নেওয়ার জন্য বাছাই করেছে। এদের আগামী সপ্তাহে ফিরিয়ে নেবে তারা। এ বিষয়ে মায়ানমারের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মিয়ান্ট থো জানিয়েছেন, আগামী ২২ আগস্ট বাছাই করা রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে। বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে, ছোট পরিসরে নতুন করে প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে কাউকে জোর করে ফেরত পাঠানো হবে না। উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। এর আগে বিভিন্ন সময়ে আরও প্রায় পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়ে আছে।