বায়ুদূষণ মোকাবেলায় ব্রিটেনে ডিজেল ও পেট্রোলচালিত নতুন যানবাহন নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। খুব শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেবে কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী ২০৪০ সাল থেকে যুক্তরাজ্যে এ ধরনের যানবাহন নিষিদ্ধ করা হবে।
এই ঘোষণার পাশাপাশি বায়ুদূষণ কমাতে ৩ বিলিয়ন পাউন্ডের একটি তহবিল ঘোষণা করবেন মন্ত্রীরা। এতে ডিজেলচালিত গাড়ির দূষণ ঠেকানোর জন্য ২২৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দ থাকবে।
এছাড়া পরবর্তীতে বায়ুদূষণ ঠেকাতে কী কৌশল গ্রহণ করবে সেই পরিকল্পনার বিস্তারিত ঘোষণা দেবে ব্রিটিশ সরকার।
ঘোষণায় বিশুদ্ধ বায়ু সংক্রান্ত কৌশল এবং বৈদ্যুতিক গাড়ির বিষয়ে যে সরকারের উৎসাহ রয়েছে সেটিও উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে যুক্তরাজ্যের আদালত দেশটিতে দূষণকারী গাড়ির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বায়ুদূষণ ঠেকাতে কী পরিকল্পনা নেওয়া হচ্ছে তা জানাতে সরকারকে ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল।
আদালতের ওই বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সরকার তাদের নতুন নীতির ঘোষণা দেবে বলে জানা যাচ্ছে। বায়ুদূষণ ঠেকানোর লক্ষ্যে এর আগে ব্রিটিশ সরকার যে পরিকল্পনা নিয়েছিল, বিচারকরা সেটিকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছিলেন। সূত্র: বিবিসি বাংলা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct