চীনের উইঘুর মুসলিম মহিলাদের জোর পূর্বক ইনজেকশনের মাধ্যমে বন্ধ্যা করে দেওয়া হচ্ছে। বন্দিশিবির থেকে মুক্তি পাওয়া মহিলারা চীনের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন। গুলবাহার জলিলভা নামে এক মহিলা, যিনি গত এক বছরের বেশি সময় চীনের সেই বন্দিশিবিরে আটক অবস্থায় ছিলেন। তিনি বলেন, ‘তারা বিভিন্ন সময়ে আমাদের ইনজেকশন দিত। আর এর মাধ্যমে তারা আমাদের বন্ধ্যা বানিয়ে দিয়েছে। আটককেন্দ্রে কর্মরত লোকজন সেখানকার দরজার ছোট একটু জায়গা দিয়ে আমাদের হাত আটকাতে হয়েছিল। ইনজেকশন দেওয়ার পর আমরা দ্রুতই অনুধাবন করতে পারি, যে আমাদের আর কখনো পিরিয়ড হবে না।’ ফরাসি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘ছোট একটি সেলে ৫০ জনের বেশি মহিলার সঙ্গে আমাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হতো। তাদের নির্যাতনে আমাদের তখন মনে হত আমরা কেবল এক টুকরো মাংস মাত্র। আর কিছুই নয়।আটককেন্দ্রে থাকার সময় আমাদের অজ্ঞাত ড্রাগ ও ইনজেকশন দেওয়া হত।’ মেহরিগুল তুরসুন বলেন, ‘তখন প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে ক্লান্ত বোধ করেছিলাম, স্মৃতিশক্তি হারিয়েছিলাম এবং হতাশাগ্রস্ত বোধ করেছিলাম। আমার মনে হয়, সে সময়ই তারা আমাকে বন্ধ্যা বানিয়ে দিয়েছে। যদিও এর প্রায় ৪ মাস পর আমি মানসিকভাবে অসুস্থ বলে ধরা পড়ায় তারা আমাকে মুক্তি দেয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct