ভালো নেই সৌদি আরবে কর্মরত ভারতীয় ও বাংলাদেশি মহিলা শ্রমিকরা। অর্থকষ্ট থেকে মুক্তি পেয়ে জীবনকে সুন্দর করে সাজাতে জীবনের ঝুঁকি নিয়েই এই মহিলা শ্রমিকরা পাড়ি দিয়েছিলেন বিদেশে।কিন্তু সৌদি আরবে যাওয়া মহিলা শ্রমিকদের দিন কাটছে শত দুঃখ-কষ্টে। বাড়িতে ঘরোয়া কাজ করানোর জন্য সৌদিতে নিয়ে যাওয়া এই মহিলা শ্রমিকরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের মধ্যে অনেকে যৌন হয়রানির শিকারও হচ্ছেন। নির্যাতনের ফলে এরইমধ্যে মারা গিয়েছেন ভারত ও বাংলাদেশের বহু মহিলা। নাজমা নামে এক বাংলাদেশী মহিলা শ্রমিকের লাশ তো প্রায় সাত মাস ধরে সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। নির্যাতনের শিকার হওয়া বহু মহিলা শ্রমিকরা এখন দেশে ফিরতে চাইলেও, তারা ফিরতে পারছেন না নানা সংকটের কারণে। গত কয়েক দিনে সৌদি আরবে মক্কায় ভারতীয় ও বাংলাদেশি শ্রমিক অধ্যুষিত বিভিন্ন এলাকা থেকে এমন তথ্য পাওয়া গিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ভারত ও বাংলাদেশ মিলিয়ে অন্তত ৭ লক্ষ মহিলা শ্রমিক কাজ করেন।যাদের বয়স ২৫ থেকে ৪৫ বছর পর্যন্ত। এর মধ্যে নানারকম নির্যাতন সহ্য করতে না পেরে গত দুই বছরের অন্তত ১৫ হাজার মহিলা শ্রমিক নিজেদের দেশে ফিরে এসেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct