ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়ার হিন্দুদের আনুগত্য নিয়ে মন্তব্য করায় বিতর্কিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েক ক্ষোভের মুখে পড়লেন মালেয়েশিয়ায়। দাবি উঠল তার মালেযেশিয় নাগরিকত্ব খারিজ করার। সম্প্রতি এক বক্তৃতায় জাকির নায়েক প্রশ্ন তুলেছিলেন সেদেশে থাকা হিন্দুদের আনুগত্য নিয়ে। মালয়েশিয়ার কোটা বারু শহরে বক্তৃতায় ভারতীয় মুসলমানদের সঙ্গে মালয়েশিয়ার হিন্দুদের অবস্থান তুলনা করেন। তিনি বলেন, ভারতে মুসলমানরদের তুলনায় মালয়েশিয়ায় হিন্দুরা ১০০ শতাংশের বেশি সুযোগ-সুবিধা ভোগ করছে।
এমনকি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথীর মোহাম্মদের তুলনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি নাকি বেশি আনুগত্য প্রকাশ করে মালয়েশিয়ার হিন্দুরা। মালয়েশিয়ায় বসবাসকারী হিন্দুদের দেশের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ মালেয়েশিয়ার ন্যাশনাল পেট্রিওটস অ্যাসোসিয়েশন। ন্যাশনাল প্যাট্রিয়টস অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক মোহম্মদ আরশাদ রাজি বলেন, ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়দের বিরুদ্ধে কথা বলে প্রধানমন্ত্রীর সুনজরে আসার চেষ্টা করছেন জাকির।
তিনি জানান, এই ধরণের স্পর্শকাতর বিষয়ে জাকিরের কথা বলার অধিকার নেই। সেইসঙ্গে হুঁশিয়ারি দেন, জাকির যেন ধর্মের ভিত্তিতে তুলনা করা থেকে বিরত থাকেন।
এছাড়া জাকির নায়েকে ওই বক্তব্যের কড়া নিন্দা করেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান।
তিনি বলেন, মালেশিয়ায় বিভিন্ন ধর্মের মানুষ থাকেন। তাদের মধ্যে বিভেদ ছড়াচ্ছেন জাকির নায়েক। ভবিষ্যতে এমন করলে তাকে আর মালয়েশিয়ায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। প্রয়োজনে তাকে ভারতের প্রশাসনের হাতে তুলে দেওয়া হাতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct