দক্ষিণবঙ্গের পর এবার বিজেপিতে ভাঙ্গন উত্তরবঙ্গে। বনগাঁ, হালিশহর কিংবা নদিয়ার বিভিন্ন এলাকায় বিজেপিতে ভাঙ্গন দেখা দেয়। যারা তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছিল তাদের ধরে রাখতে পারছে না বিজেপি। ফের ফিরে জাসাবহে তৃণমূলে। এবার উত্তর ২৪ পরগনা ও নদিয়ার পর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে আসার প্রবণতা শুরু হল। এবার কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত -এর ১০ জন মঙ্গলবার সদস্য ফিরে এলেন পুরানো দল তৃণমূল কংগ্রেসে। উল্লেখ্য, গত লোকসভা ভোটে কোচবিহারে তৃণমূলের ভরাডুবির পর দিনহাটার ১৪ জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার দিনহাটা শহরে ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন নেতা ও বর্তমান বিধায়ক উদয়ন গুহের উপস্থিতিতে এক অনুষ্ঠানে ১০জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে ফিরলেন। বিধায়ক উদয়ন গুহ তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে ফেরাকে স্বাগত জানান।
তিনি বলেন, সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য ১৭ জন। উপপ্রধান উজ্জ্বল তালুকদারসহ ১৪ জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগ দিলেও তাদের মধ্যে ১০ জন দলে ফিরলেন।
তার অভিযোগ, বিজেপি ভুল বুঝিয়ে তাদের দলে টেনে নিয়েছিল। তারা ভুল বুঝতে পেরে দলে ফিরলেন। উদয়ন গুহর আশা বাকিরাও দলে ফিরবেন। তার সঙ্গে সহমত পোষণ করেন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান উজ্জ্বল তালুকদার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct