আমেরিকায় বসবাসকারী কম আয়ের মানুষদের জন্য অশনি সংকেত। এবার থেকে সেসব মানুষ গ্রিন কার্ড নিয়ে বা সাময়িকভাবে আমেরিকায় বসবাস করছেন তাদেরকে আর গ্রিন কার্ড দেওয়া হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন থেকে স্বল্প আয়ের মানুষদের জন্য এই পরিকল্পনার কথা বলা হয়েছে। সোমবার মার্কিন সরকার এ নিয়ে এক নির্দেশিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, আয় ন্যূনতম সীমা না পেরোলে বা ফুড স্ট্যাম্প, মেডিকেল ও সরকারি আবাসনের মতো পরিষেবা নিলে গ্রিন কার্ড বা সাময়িক বসবাসের জন্য ভিসার আবেদন খারিজ হতে পারে। সে সঙ্গে মার্কিন প্রশাসন যদি মনে করে আবেদনকারী ‘ভবিষ্যতেও কখনও সরকারি পরিষেবার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন’, তাহলেও ভিসা বা গ্রিন কার্ডের আবেদন খারিজ করা হতে পারে। অর্থাৎ শুধু বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নয়, ভবিষ্যতের আনুমানিক বিশ্লেষণের উপরও মার্কিন যুক্তরাষ্ট্রে ঠাঁই মিলবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেবে ট্রাম্প প্রশাসন।
এর জেরে শুধু আমেরিকাতেই আনুমানিক ১০ লক্ষ ভিসা ও গ্রিন কার্ড আবেদনকারী বাদ পড়ার আশঙ্কা রয়েছে। বিদেশের আরও প্রায় ১ কোটি ৩০ লক্ষ আবেদনকারী ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। নতুন এই অভিবাসন নীতি গ্রিন কার্ড হোল্ডারদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct