ভাঙড়েপাওয়ার গ্রিড সাব ষ্টেশন এর ভিতর থেকে ট্রান্সফার ওয়েল বেরিয়ে ধানি জমিতে ভাসতে থাকায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
বেশ কয়েক দিন ধরে টানা বৃষ্টির ফলে ভাঙড়ের টোনা মৌজায় নির্মীয়মাণ সাব ষ্টেসন এর ভিতরে থাকা প্রায় ১২০০ লিটার ওয়েল বৃষ্টির সঙ্গে মিশে মাঠে চলে যায়। বুধবার সকাল থেকে এলাকার বাসিন্দারা দেখতে পান খেতের জলের উপরে রাসায়নিক জাতীয় তেল ভাসছে।তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।এলাকার বাসিন্দারা দের অভিযোগ, এই জল বিষাক্ত, জলে নামলে সারা শরীর জ্বালা করছে। ধান চাষ ক্ষতি হবে। এর পাশাপাশি এই জল পাশে জলসায় বা মাছের ভেড়ি তে গিয়ে পড়লে মাছ মরে যেতে পারে।
পাওয়ার গ্রিড কর্পোরেশন সুত্রে জানা গিয়েছে, ট্রান্সফার ওয়েল রিজার্ভেশনে রাখা ছিল। পাওয়ার গ্রিডে চুরি ও আগুন লাগার ঘটনার সময় চোরের দল রিজার্ভেশন এর আউটলেট খুলে দেয়। সেখান থেকে প্রায় ১২০০ লিটার ট্রান্সফার ওয়েল বেরিয়ে সাব ষ্টেশনের ভিতরে ছিল। পাওয়ার গ্রিডের উত্তর দিকে পাঁচিল ভাঙ্গা থাকার জন্য বৃষ্টির জলের সঙ্গে মিশে ওয়েল গুলো বেরিয়ে যায়। এ বিষয়ে পাওয়ার গ্রিড কর্পোরেশন এর আধিকারিকর বলেন, বিষয়টি আমাদের নজরে এসছে, আগামী তে আর তেল যাতে আর বাইরে না যায় তার জন্য আমরা নজর রাখব।
পাওয়ার গ্রিডের তেল মাঠে পড়ে থাকতে দেখে কৃষক দের সঙ্গে নিয়ে আবারও পাওয়ার গ্রিড হটাও ডাক দিয়েছে জমি কমিটি। এতদিন জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির আহ্বায়ক মির্জা হাসান বলেন, এই তেল বিষাক্ত পায়ে পানি লাগবেই জ্বালা করছে, ধান নষ্ট হয়ে যাবে, পুকুরের মাছ মরে যাবে।
(সূত্র : কলম)
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct