অবশেষে কাশ্মীর নিয়ে স্বপ্ন পূরণ হয়েছে বিজেপির। তাই এবার কাশ্মীরজুড়ে ‘জশন-ই-আজাদি’ দিবস পালন করার সিদ্ধান্ত নিল তারা। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিনেই কাশ্মীরের আনাচে-কানাচে এ দিবস পালন করার কথা বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির মতে, ৩৭০ ধারা অবলুপ্তির পর প্রকৃত অর্থে স্বাধীনতা পেয়েছে দেশ। গোটা দেশের মানুষের সঙ্গে খুশি উপত্যকার বাসিন্দারাও। তাই দলের কৃতিত্বকে জনসমুক্ষে আরও প্রচার করতে এ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এ বিষয়ে বিজেপির কাশ্মীর রাজ্যের সভাপতি রবীন্দ্র রায়না বলেন ,' আগামী ১৫ আগস্ট গোটা উপত্যকায় দলের পক্ষ থেকে ‘জশন-ই-আজাদি’ পালন করা হবে। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন গ্রাম প্রধানদের কাছে এই উদযাপনের বার্তা পৌঁছেও দেওয়া হয়েছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct