হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের নাম পরিবর্তন হতে যাচ্ছে। চলতি সপ্তাহেই ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ নাম পরিববর্তন করা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
২০১২ সালে ইনস্টাগ্রাম কিনে নিয়েছিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। তার দু’বছর পর জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপও ঢুকে পড়ে ফেসবুকের ঘরে। তাই এই দুইয়ের পরিচয় স্পষ্ট করতে ফেসবুক এবার নিজের নাম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, ইনস্টাগ্রামের সঙ্গে জুড়ে যাবে ফেসবুকের নামটি। জনপ্রিয় এই সোশ্যাল সাইটটি যে ফেসবুকেরই অংশ, তা স্পষ্ট করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে মার্ক জুকারবার্গ। একইভাবে হোয়াটসঅ্যাপ খুললেই ভেসে উঠবে ‘হোয়াটসঅ্যাপ ফ্রম ফেসবুক’ ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct