জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ ও রাজ্যকে দুটি প্রশাসনিক এলাকায় ভাগ করা নিয়ে ক্ষুব্ধ পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। এর ফলে ঈদের আগে পাকিস্তানে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। কূটনেতিক স্তরে ভারতের সঙ্গে পাকিস্তান সরকার সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তে নিত্য প্রয়োজনীয় জিনিস জোগাড় করতেই নাজেহাল হয়ে পড়ছে পাক জনগন। তাদের উদ্বেগ, মুদ্রাস্ফীতির জেরে এমনিই জিনিসপত্রের দাম বাড়ছে। তার উপরে ভারত থেকে পেঁয়াজ ও অন্যান্য আনাজ আমদানি বন্ধ হওয়ায় চাপ আরও বাড়ছে। দুধ থেকে শাক-সবজি বা মাংসের দাম বেড়েই চলছে। ঈদের মাত্র ১ দিন বাকি। কেনাকাটা প্রায় বন্ধ। সবজি ও পেঁয়াজ আসে ভারত থেকে। এক ব্যাংক কর্মী আসফাক বলেন, \'ঈদের রোশনাই এবার ফিকে হয়ে গিয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে আমাদের অর্থনীতি বিপর্যস্ত করার পিছনে ইমরান সরকারের কী ভাবনা বুঝতে পারছি না।\'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct