রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। ৩৭০ নং ধারা বাতিলের পর কাশ্মীর মূলত তাদের স্বাধীনতা হারিয়েছে। এই অবস্থায় কাশ্মীরের মানুষ যাতে কোনও রকমের আন্দোলন করতে না পারে, সে কারণে বিপুল পরিমাণ সেনা মোতায়েনের পাশাপাশি বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। মোবাইল সংযোগ ও বিদ্যুৎ বন্ধেরও খবর পাওয়া গিয়েছে অনেক স্থানে। ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব পাস হওয়ার পর উত্তপ্ত রাজনৈতিক মহল। ইতোমধ্যেই সেখানকার সিনিয়র নেতাদের গ্রেপ্তারের পাশাপাশি ধরপাকড় চলছে অন্য নেতাকর্মীদেরও। কাশ্মীরিদের বিশেষ সুবিধা বাতিল করার পর থেকে মোদি সরকারকে নিয়ে দেশে-বিদেশে আলোচনা-সমালোচনা তুঙ্গে। ভারত সরকারের এই সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন দেশ। ইতোমধ্যেই কাশ্মীরিদের পাশে থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তান, তুরস্ক, চীনসহ কয়েকটি রাষ্ট্র। এরমধ্যে জুড়েছে মালয়েশিয়াও। এদিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কাশ্মীরিদের পক্ষে অবস্থান নেওয়ার কথা বলেছেন। ভারত সরকারের নেওয়া সিদ্ধান্তের সমালোচনা করে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেন তিনি। জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেষণের ফাঁকে ইমরান খানের সঙ্গে তিনি বৈঠক করবেন বলেও জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct