বিগত কয়েকদিন ধরে কার্ফু চলছে গোটা জম্মু ও কাশ্মীর জুড়ে। যার ফলে সেখানে সবকিছু বন্ধ। বাজার খোলা নেই। এটিএম বন্ধ। চাইলেও কেউ ঘর থেকে বের হতে পারছে না। কেউ কারোর সঙ্গে যোগাযোগও করতে পারছেন না। মোবাইল এবং ইন্টারনেটের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে কয়েকদিন ধরেই কাশ্মীরের বাইরে থাকা লোকজন তাদের পরিবারের সঙ্গে কোনভাবেই যোগাযোগ করতে পারছে না। কাশ্মীরের ভেতরে যারা রয়েছেন, তারাও অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। কার্যত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে কাশ্মীর। চারিদিকে সবকিছু বন্ধ থাকায় সেখানকার দরিদ্র লোকজন তীব্র খাদ্য সংকটে পড়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েকদিনের এমন পরিস্থিতির কারণে খাবার এবং অর্থ সংকটের মধ্যে পড়েছেন কাশ্মীরের মানুষ। অনেকের ঘরেই খাবার মজুদ নেই।যাদের ব্যাঙ্কে টাকা আছে তারাও এটিএম বুথগুলো বন্ধ থাকার কারণে টাকা তুলতে পারছেন না। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগে থেকেই কাশ্মীরজুড়ে কার্ফু জারি রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি হতে না পারে তার জন্য আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা মোতায়েন করা হয় এবং তারা সবকিছু পর্যবেক্ষণ করছে। পরিচয়পত্র থেকে শুরু করে কে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে - সবকিছু খতিয়ে দেখছে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct