জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর থেকে কাশ্মীরজুড়ে ব্যাপক হারে দমনপীড়ন চলছে। এরই মধ্যে সেখান থেকে এক রাতে কমপক্ষে ৫৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ।বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। তারা বলেছেন, 'যখনই কাশ্মীর থেকে কারফিউ ও বিধিনিষেধ তুলে নেওয়া হবে বা শিথিল করা হবে, তখনই ভারত সরকারের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলতে পারে এই উপত্যকায়। সোমবার মুসলিমদের ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা। এ সময়ে কারফিউ ও বিধিনিষেধ শিথিল করা হতে পারে। এই সুযোগেই ভূস্বগে সেই ক্ষোভের আগুন জ্বলে উঠতে পারে বলে আশঙ্কা করছে স্বরাষ্ট্রমন্ত্রক। এএফপি, পিটিআই -এর পাশাপাশি ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে বলা হয়েছে, মধ্যরাতে শ্রীনগর, বরমুল্লা ও গারেজ শহরে ঘেরাও অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ৫৬০ জন মানুষকে। রাজনীতিক ছাড়াও এর মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ব্যবসায়ী নেতা ও অধিকার কর্মীরা। তাদেরকে অস্থায়ী বন্দিশিবিরে রাখা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct