নিম্নচাপের বৃষ্টিতেই নৌকা নামল ঘাটালে। দিনভর প্রবল বর্ষণে ঘাটাল মহকুমা বিপর্যস্ত। কয়েকটি রাস্তা জলের তলায় চলে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয় রাজ্য সড়কে। ঘাটালের মনসাতলা চাতাল সহ চন্দ্রকোনার কুয়াপুরে রাজ্য সড়কের ওপরে জল উঠে বন্ধ সড়ক পথ ৷অন্যদিকে বৃষ্টির জলে কেশপুর বাজার সহ খড়্গপুর শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন ছিল শনিবার দিনভর৷
শুক্রবার সন্ধা থেকেই বৃষ্টি ছিল ৷ সারারাত ধরে প্রবল বর্ষন হতেই শনিবার সকাল থেকে বহু এলাকাতে জলমগ্ন পরিস্থিতি তৈরী হয় ৷ সব থেকে বেশি প্লাবিত অবস্থায় দেখা দেয় ঘাটালে,এরপর কেশপুর,খড়্গপুরে ৷
শনিবার সকাল দশটা থেকে ক্ষীরপাইয়ে কাছে মনসাতলা চাতাল জলমগ্ন হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘাটাল -- চন্দ্রকোনা গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। বন্ধ হয়ে যায় বাস চলাচল। নামাতে হয় ৩ টি নৌকা। প্রশাসনের ব্যবস্থাপনায় সেই নৌকা করেই যাত্রী পারাপার হয়। জলমগ্ন হয়ে পড়ে বহু নিচু এলাকা। ঘাটালের মহকুমা শাসক পিনাকী রঞ্জন প্রধান জানান, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, সব ব্লক ও পুরসভাগুলিকে বলা হয়েছে জলমগ্ন এলাকার উপর নজর রাখতে, কয়েকটি রাস্তায় জল উঠে যাওয়ায় যান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটে। তবে প্রশাসন সতর্ক আছে।
চন্দ্রকোনা ১ নং ব্লকের মানিককুন্ডু গ্রাম পঞ্চায়েতের ৫ টি মৌজা, চন্দ্রকোনা ২ নং ব্লকের কুঁয়াপুর এলাকার ৬ টি মৌজা, ঘাটাল ব্লকের অজবনগর ১ ও ২ নং অঞ্চলের অন্তত ২৪-২৫ টি মৌজা জলমগ্ন হয়ে পড়েছে। ঘাটাল, রামজীবনপুর ও ক্ষীরপাই পুরসভার কয়েকটি ওয়ার্ডের নিচু এলাকা গুলি জলমগ্ন হয়ে পড়েছে বলে ওই পুরসভাগুলি সুত্রে জানা গেছে। চন্দ্রকোনা পুরসভার ৪ নং ওয়ার্ডের গাছশীতলা বাজার এলাকায় ৭০-৭২ টি দোকানে জল ঢুকে যায়। কুঁয়াপুর চাতাল ও কেশপুরের পাঁচখুরি চাতাল দিয়ে জল বয়ে যাওয়ায় চন্দ্রকোনা থেকে কেশপুর হয়ে মেদিনীপুর রাজ্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। কেশপুর বাজার এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে দোকানপাট। ঘাটালের সঙ্গে চন্দ্রকোনা এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্ষীরপাইএর কাছে মনসাতলা চাতাল জলের তলায় চলে যাওয়ায়। দফায় দফায় ব্যাহত হয় এই সড়কের যান চলাচল। বাধ্য হয়ে প্রশাসনের পক্ষ থেকে এখানে ৩ টি নৌকা নামিয়ে যাত্রী পারাপার করতে হয়। অন্যদিকে খড়্গপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে জল থৈ থৈ চিত্র ধরা পড়ে ৷ সব থেকে খারাপ অবস্থা ছিল খড়্গপুর প্লাটফর্মে ৷ প্লাটফর্মে ঢোকার আগেই হাঁটুর বেশি জল জমা ছিল শনিবার দিনভর ৷ প্লাটফর্মের আন্ডারপাশ ডুবে সেই পথ দিয়ে প্লাটফর্মে ঢোকার পথ বন্ধ হয়েছিল ৷ রেল লাইনের বেশ কিছু স্থান জল উঠলেও তার জেরে ট্রেন বন্ধ রাখার মতো অবস্থা হয় নি ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct