সামনের বকরি ঈদ। আর সেটার সামনে রেখে জমে উঠতে শুরু করেছে গবাদিপশুর কেনাবেচা। এরই মধ্যে বড় আকারের গবাদিপশু চলে এসেছে আলোচনায়। ৫০ মণ ওজনের ষাড় বীরবাহাদুরের পর এবার আলোড়ন তুলেছে পালসার বাবু নামের একটি গরু। ষাড়টি এখন এর মালিকের বাড়ি বাংলাদেশে যশোরের মণিরামপুরে রাখা হয়েছে। একে দেখতে আশপাশের গ্রামসহ স্থানীয়রা ভিড় করছেন। পালসার বাবুকে দেখতে শত শত মানুষের ঢল নেমেছে মণিরামপুরের ইত্যা গ্রামের গরু ব্যবসায়ী ইয়াহিয়া মোল্লারবাড়ি। অনেকে গরুটির সঙ্গে সেলফি তুলছেন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করছেন। গরুটির এমন নামের পেছনে যে কারণ জানা গিয়েছে, এই গরুটি কিনলে একটি পালসার বাইক উপহার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ইয়াহিয়া মোল্লা। ষাড়টির দাম হেঁকেছেন ১২ লাখ টাকা। ইতিমধ্যে কয়েকজন গরুটি কিনতেও এসেছেন বলে জানিয়েছেন বিক্রেতা ইয়াহিয়া মোল্লা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct