বিশ্বক্রিকেটে চোটে পড়ার ব্যাপারে অন্য যে কোনও ক্রিকেটারকে পিছনে ফেলে দেবেন পাকিস্তানের গতিমানব শোয়েব আখতার। কেরিয়ারের বেশির ভাগ সময় ইনজুরিতে ভুগতে হয় পেস বোলারকে। ছোটখাটো চোট এবং নিগেলের সঙ্গে খেলে যাওয়া তাঁর কাছে নিত্যদিনের ব্যাপার হয়ে উঠেছিল। কিন্তু এটি করতে গিয়েই দীর্ঘসময়ের ইনজুরি বাঁধিয়ে বসেন তিনি। দ্রুতগতির বোলার হিসেবে বেশ নামডাক ছিল তার। নতুন বল হাতে ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরাতে শোয়েব আখতার ছিলেন বিশেষ পারদর্শী। কিন্তু এই জোরে বোলিংয়ের নেশায় পড়ে বারবার চোটের কবলে পড়েছেন। তবু খেলে গিয়েছেন ভালোবাসার জোরে, ক্রিকেটের প্রতি আত্মনিবেদনের কারণে। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারটা ১৪ বছরের ছিল শোয়েব আখতারের। অথচ নিজের প্রথম টেস্ট খেলেই শোয়েব আখতারকে শুনতে হয়েছিল তার হাতে রয়েছে মাত্র দুই বছর। এরপর আর খেলতে পারবেন না পায়ের হাঁটুর সমস্যার কারণে। যদিও সে সবকে পাত্তা দেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। যে কারণে প্রতি ম্যাচের আগে ও পরে হাঁটু থেকে দুই সিরিঞ্জ দিয়ে রক্ত বের করা লাগতো তার। নিয়মিত এগুলো করেই কেরিয়ারকে ১৪ বছর দীর্ঘায়িত করেছেন শোয়েব আখতার। অবসরের প্রায় ৮ বছর পর এদিন এই বিষয়টি সবাইকে জানিয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct