আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসিকে কত নামেই ডাকে তাঁর ভক্তরা। কিন্তু আপনি জানেন কি মেসিকে লা পুলগা নামেও ডাকা হয়, যার অর্থ হচ্ছে মাছি। অবাক করার বিষয় হলেও মেসির এই নামটি বেশ পুরনো। কেন এই নাম, এর পেছনে রয়েছে একটা অন্য গল্প।লিওনেল মেসির ভক্তদের জানা কিন্তু আপনারা জানেন কি লিওনেল মেসিকে লা পুলগা কেন বলা হয়? লা পুলগা যার ইংরেজি অর্থ ফ্লি। আর বাংলায় মাছি। ২০০৫ সালের গল্প, বার্সার জার্সিতে ক্ষুদে মেসি একের পর এক গোল করে যাচ্ছিল। তা দেখে কি না আর্জেন্টিনা সাংবাদিকরা এ নাম দিয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে মাছি কেন? এটা মূলত তার খেলার ধরণ ও তার শারীরিক গঠনের জন্য। মেসি ছোটখাটো এবং অনেক দ্রুত গতির মানব। তার ড্রিবলিং মুভমেন্ট অনেকটাই মাছির মতই। যখন তাকে প্রতিপক্ষ ডিফেন্ডাররা ঘিরে ধরেন। তখন মনে হয় যেন সে জায়গা হারিয়ে ফেলছে কিন্তু তার ক্ষিপ্র গতি সব সময় এর সমাধান বের করে দেয়। যদিও মেসির এই নামকরণ তার পরিবার অনেক আগেই করে রেখেছিল। ছোটবেলা থেকেই মেসি তার দলের সবচেয়ে ছোট প্লেয়ার। যখন তার বয়স নয় তার উচ্চতা মাত্র ৩ ফুট ৬ ইঞ্চি। তার ১১ বছরেও উচ্চতা নয় বছরের বাচ্চার মতোই ছিলো। এর জন্য তাকে বলা হত ছোট প্যাকেটে বড় ধামাকা। যার ফলে তার দুই ভাই তাকে ছোট বেলা থেকেই ডাকতো পুলগুইতা বা ছোট মাছি নামে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct