সম্প্রতি জি বাংলার রিয়ালিটি শো ‘সা-রে-গা-মা-পা’ শো-তে তৃতীয় হয়েছেন বাংলাদেশী প্রতিযোগী নোবেল৷ তবে তাঁর গুণমুগ্ধরা এই ফলাফলে মোটেও খুশি নন৷তাঁর ভক্তদের অভিযোগ, নোবেলের প্রতি সুবিচার করা হয়নি। নোবেল প্রতিযোগিতায় প্রথম হতে পারতো। এমন একটা আবহে বাংলাদেশের উঠতি প্রতিভাবান এই সঙ্গীত শিল্পীর ৮ মাস আগের একটি ভিডিও নিয়ে বিতক শুরু হয়েছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে একটি বিতকীত মন্তব্য করেছিলেন তিনি।রবীন্দ্রনাথের প্রসঙ্গে কথা বলতে গিয়ে নোবেল বলে ছিলেন, 'রবীন্দ্র নাথের লেখা জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' যতটা না দেশকে এক্সপ্লেইন করে, তার চেয়ে কয়েক হাজার গুণে এক্সপ্লেইন করে প্রিন্স মাহমুদ স্যারের লেখা এই গানটা।' এমনকী এই গানটিই বাংলাদেশের জাতীয় সংগীত হোক, এমন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিলও হয়েছিল বলে জানান নোবেল। সম্প্রতি সেই ভিডিও ক্লিপ্স ভাইরাল হয়েছে। যেটা এই মুহুতে নোবেলকে বেকায়দায় ফেলেছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হওয়ার নোবেলের মন্তব্যের বিরোধিতায় সুর চড়িয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী৷ ফেসবুক পোস্টে নোবেলকে সামনে পেলে মারধরের ইচ্ছাপ্রকাশ করলেন তিনি৷ সাক্ষাৎকারটি দেখার পর নোবেলকে ‘চাবকাতে’ ইচ্ছা করে বলেই সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। তিনি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'সরি টু সে এনাকে সামনে পেলে চবকাতাম।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct