আপনি প্রেম করতে থাকলে আপনার শরীরের ওজন ক্রমশই বাড়তে থাকবে। প্রমাণ পাওয়া যাচ্ছে, কেউ কেউ অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছেন প্রেম করার কারণে। সম্প্রতি, আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্যা স্টাডি এক প্রতিবেদনে এ নিয়ে বেশ কিছু তথ্য উঠে এসেছে। তাদের মতে, যেসব করণে প্রেমে পড়লে মানুষ মোটা হতে পারে সেগুলি হল---
১. প্রেম মানেই ভালোবাসার মানুষটির সঙ্গে প্রায় সময় রেস্টুরেন্টে গিয়ে ভিড় জমানো।আর তাতে ডায়েটের বারোটা বেজে আপনার শরীরে মেদ জমতে থাকে।
২. প্রেম করছেন, রাতে দীর্ঘক্ষণ ধরে ফোনে গল্প করবেন না, তা কি সম্ভব? ফলে আপনার সকালে উঠতে দেরি হয়ে যায়। বেশি বেলা পর্যন্ত বিছানাতে থাকলে শরীরে অবাঞ্ছিত মেদ বাড়তে থাকে।
৩. প্রেমিক কিংবা প্রেমিকাকে বাড়তি সময় দেওয়া, তাতে শরীরচর্চা করার সময়ের বড়ই অভাব দেখা যায়। তাতে আপনার শরীরে মেদ জমতে থাকে।
৪. আপনার প্রেম যতই পুরোনো হয়, ততই যেন তা স্বাদ বদল করে। কখনও পার্কে বসে, কখনও সিনেমা কখনও আবার বাড়িতে বসে কেবলই আড্ডা। ফলে পরিশ্রম কম, কথাই বেশি। তাতে শরীরের ওজন পাল্লা দিয়ে বেড়ে যায়।
৫. ভালোবাসার মানুষটির হাতে উপহার হিসেবে চকলেট দেওয়ার রীতি আজও বজায় আছে।বেশি চকলেট উপহার পাওয়া মানেই তা মুখে পুরে ফেলা চটজলদি। তা থেকেও ফ্যাট বৃদ্ধি পায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct