ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করল মার্কিন প্রতিনিধি পরিষদ। রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদ ব্যাপক ভোটে এ নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতাকে উপেক্ষা করে কংগ্রেসের নিম্নকক্ষ এ পদক্ষেপ নেয়। প্রতিনিধি পরিষদের স্পিকার পল রেয়ান দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে নিরাপদে রাখার জন্য সবচেয়ে বিপদজনক শত্রুদের কঠোর চাপে রাখার জন্য এ পদক্ষেপ অত্যাবশ্যকীয় ছিল। এ প্রস্তাবের পক্ষে ৪১৯ এবং বিপক্ষে মাত্র ৩ ভোট পড়েছে। প্রস্তাবটি এখন সিনেটে পাঠানো হবে। সিনেটের রিপাবলিকান দলীয় সদস্যরা এ প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছেন। এ ছাড়া, দণ্ড মাফ করার প্রেসিডেন্টের ক্ষমতাও বাতিল করে দিয়েছে প্রতিনিধি পরিষদ। কংগ্রেসের অনুমোদন ছাড়া এখন মার্কিন প্রেসিডেন্ট দণ্ড হ্রাস করতে পারবেন না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনসহ ট্রাম্প সরকারের শীর্ষ কর্মকর্তারা এরই মধ্যে এ পদক্ষেপের বিরোধিতা করেছেন। তারা বলেছেন, এতে রাশিয়ার সঙ্গে তৎপরতা চালানোর ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা সীমাবন্ধ হয়ে পড়বে। এদিকে গতকাল দিনের শুরুতেই ইরানি সংসদ মজলিশে সুরার স্পিকার আলি লারিজানি বলেছেন, মার্কিন পদক্ষেপ বিশেষ করে নতুন নিষেধাজ্ঞার প্রতি গভীর ভাবে নজর রাখছেন ইরানি সাংসদরা৷ মার্কিন এ সিদ্ধান্তের পাল্টা এবং দ্রুত সিদ্ধান্ত তারা নেবেন বলেও জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct