শুধুমাত্র অসমে নয়, ভারতের সব রাজ্যেই জাতীয় নাগরিকপঞ্জী চালু করার কথা ফের জানিয়ে দিল বিজেপি। এদিন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গুয়াহাটিতে সাংবাদিকদের বলেছেন, 'অবৈধ অভিবাসীদের জন্যে ভারত কোনও ‘ধর্মশালা’ হতে পারে না। তাই এনআরসি শুধু অসমের জন্য নয়, এটি পুরো দেশের জন্যই আবশ্যক এবং আমরা সেটা করবোও।' শিবরাজ সিং চৌহানের মতে, 'আমরা দেশকে এমন একটি ধর্মশালায় পরিণত হতে দিতে পারি না, যাতে যে কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করতে পারে এবং এখানেই সবসময়ের জন্যে থেকে যেতে পারে। আমরা এর পরিবর্তন করব। অসমের জন্য আমরা একটি নির্ভুল এনআরসি প্রকাশ করে সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকব।' বিজেপি নেতাদের মতে, বাংলাদেশ থেকে অসমে এসে অবৈধভাবে বসবাস করা মানুষদের দেশ থেকে বিতাড়িত করা সম্ভব একমাত্র দেশের বৈধ নাগরিকদের জাতীয়পঞ্জী তৈরির মাধ্যমেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct