গত মঙ্গলবার ‘জোম্যাটো’–তে খাবারের অর্ডার দিয়েছিলেন মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা অমিত। পরে যখন তিনি জানতে পারেন, তার অর্ডার করা খাবার একজন মুসলিম ডেলিভারি বয়কে দিয়ে পাঠানো হয়েছে, তখন তিনি ওই অর্ডার বাতিল করেন। টুইটারে তিনি লেখেন, 'হিন্দু রাইডার না দেওয়ায় খাবারের অর্ডার বাতিল করলাম। জোর করে ডেলিভারি দিতে পারেন না।' জবাবে জোম্যাটো বলেছিল, 'খাবারের কোনো ধর্ম নেই।।' এ ঘটনা ঘিরে সমালোচনার ঝড় ওঠায় এবার সেটা নিয়ে মুখ খুললেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অমিত শুক্লাকে খোঁচা দিয়ে স্বস্তিকা বলেন, 'মহিলাদের স্তন নিয়ে যখন মন্তব্য করেন, সেক্ষেত্রে যখন ধর্মের বিচার করেন না, তাহলে এক্ষেত্রে কেন?' টলিউডে সাহসী ও ঠোঁটকাটা বলেই পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এক্ষেত্রেও অমিতা শুক্লাকে একহাত নিয়ে স্যোশাল মিডিয়াতে সরব হলেন।স্বস্তিকার এ প্রতিবাদকে অনেকেই প্রশংসা করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct