প্রতিদিন কিছু ঘটনা মানুষকে ভিন্ন আঙ্গিকে ভাবতে শেখায়। এমনই এক ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মানুষ যেখানে জেনেশুনে জল অপচয় করে, সেখানে এক বানর কিছুটা হলেও মনুষ্য জাতিকে নতুন করে ভাবিয়ে তুলেছে। আমরা প্রায় নিজেদের প্রয়োজন-অপ্রয়োজনে জল অপচয় করি। অথচ একটি বানর জল অপচয় না করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। সম্প্রতি টুইটারে এই ধরণের একটি ভিডিও ছড়িয়ে পড়লে জলের অপচয়কারী মানুষগুলো একটু নড়েচড়ে বসেছে। দেশজুড়ে জল বাঁচাও অভিযান যতই হোক না কেন, মানুষের তাতে খুব একটা হুঁশ ফেরেনি। তবে মাত্র ১১ সেকেন্ডের এক ভিডিওতে বানরদের সচেতনতা যে বেড়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। তারাও এখন রাস্তার কল থেকে জল পান করে তৃষ্ণা মিটিয়ে যত্ন সহকারে কলের মুখটা বন্ধ করে দেয়। বানরের জল পানের এক ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রাক্তন নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কুরেশি। জায়গাটা ঠিক কোথায় সেটা স্পষ্ট নয়। তবে টিকটকের এই ভিডিওতে দেখা যাচ্ছে, পুরনো এক বাড়ির সঙ্গে থাকা জলের পাইপ বেয়ে উঠে কল খুলে জল পান করছে এক বানর। তৃষ্ণা মিটলে এদিক ওদিক তাকিয়ে সে কলের মুখটা বন্ধ করে পাইপ থেকে নেমে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct