নানা বিতর্কের মধ্যে দিয়ে কলকাতার সংখ্যালঘু ছাত্রাবাস বেকার হস্টেল থেকে বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি সরানো হচ্ছে। যদিও সূত্রে জানা গেছে এই মূর্তি চিরকালের জন্য সরানো হচ্ছে না। আট বছর আগে এই মূর্তি বসেছিল। মূর্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেহারার গরমিল ছিল। তাই আগামী ১৫ আগস্ট তার নতুন আবক্ষ মূর্তি সেখানে বসানো হবে।
বেকার হোস্টেলের স্মৃতিবাহী কক্ষের সামনে আগে যেখানে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিটি ছিল সেখানেই বসানো হচ্ছে নতুন আবক্ষ মূর্তিটি। এটির আবরণ উন্মোচন করবেন বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম। নতুন এই আবক্ষ মূর্তিটি তৈরি করেছেন বাংলাদেশের ভাস্কর লিটন পাল রনি।
তবে এই মূর্তি বসানোর বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে নেমেছিল মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বাধীন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। যদিও সেই আন্দোলনের কাছে নাতি স্বীকার না করে তারকালীন বাম সরকার বেকার হোস্টেলে মুজিবুরের মূর্তি বসায়। তিনি যে দুটি ঘরে থাকতেন সে দুটি ঘরকে স্মৃতিকক্ষ করা হয়েছে। এ স্মৃতিকক্ষে রয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল ও আলমারি। ১৯৯৮ সালের ৩১ জুলাই বঙ্গবন্ধু স্মৃতিকক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রী অধ্যাপক সত্যসাধন চক্রবর্তী।
উল্লেখ্য, কলকাতার তালতলা এলাকায় ৮ স্মিথ লেনে সরকারি বেকার হোস্টেলটি অবস্থিত। তৎকালীন ইসলামিয়া কলেজ (বর্তমান মৌলানা আজাদ কলেজ) ছাত্র হিসেবে ১৯৪৫-৪৬ সালে বঙ্গবন্ধু এই হোস্টেলের ২৪ নম্বর কক্ষের আবাসিক ছিলেন।