পণ্যের বিজ্ঞাপনে সাধারণত ব্যবহৃত হয়ে থাকেন চিত্রতারকারা। ক্রেতারা তাতে আকৃষ্ট হয়ে ওঠেন। পণ্যের গুণমান বা পরিষেবা কতটা ভাল তা বিচার করেন না ওই সব তারকারা। তাদের সঙ্গে টাকার চুক্তি। টাকার বিনিময়ে বিজ্ঞাপনে তাদেরকে ব্যবহার করা হয় কিন্তু দায় থাকে না। ভাল মন্দ দিক গিয়ে পারে কোম্পানির উপর। তাদেরকেই সমালোচনার মুখে পড়তে হয়। খারাপ পণ্য বা পরিষেবা নিয়ে তারাই মূলত দায়ী হয়ে থাকেন। সেই দিন বদলাতে চলেছে। লোকসভায় নতুন যে বিল আসছে তাতে কোনো পণ্যের বিজ্ঞাপনে তারকারা ব্যবহৃত হলে সেই পণ্য খারাপ হলে দায় গিয়ে পড়বে তাদের উপর। হাতে পারে দশ লাখ টাকা পর্যন্ত জরিমানা।
এই মর্মে লোকসভায় মঙ্গলবার ‘ক্রেতা সুরক্ষা বিল, ২০১৯’ পাশ হয়েছে। এতে বলা হয়েছে, ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য সেলিব্রেটিদের জরিমানা হতে পারে ১০ লাখ টাকা পর্যন্ত। ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসোয়ান দাবি করেছেন, আজকের দুনিয়ায় ক্রেতার অধিকার ও তার নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন আইন চাইছে কেন্দ্র। এ জন্যই ই-কমার্স, টেলি মার্কেটিং-এর মতো বিষয়গুলিও বিলে জায়গা পেয়েছে।
উল্লেখ্য, বিজ্ঞাপনে তারকাদের মুখ দেখানো নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কোনরকম যাচাই না করেই যে কোন পণ্যের বিজ্ঞাপনে তারকারা মুখ দেখান। এমনকি পণ্যের গুণগানও করেন। তবে এবার থেকে বিজ্ঞাপনে মুখ দেখানোর পরে পণ্য ও পরিষেবা নিয়ে অভিযোগ উঠলে শাস্তি পেতে হবে তারকা তথা সেলিব্রেটিদেরও। কড়া শাস্তি ও জরিমানা হতে পারে সদ্য লোকসভায় পাশ হওয়া ‘ক্রেতা সুরক্ষা বিল, ২০১৯’ এর ভিত্তিতে। ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct